আজ ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

দীঘিনালায় বাবুছড়া ইউপিতে জয় গগন বিকাশ চাকমার

নিজস্ব প্রতিবেদক:: দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারী ভাবে প্রাপ্ত ফলাফলে জয়ের হাঁসি গগন বিকাশ চাকমার। সোমবার (১৭ জুলাই ২০২৩) অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৯টি নির্বাচনী ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ।

এতে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গগন বিকাশ চাকমা (চশমা প্রতীকে) ৩ হাজার ২ শত ৩৭ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম চাকমা (নৌকা প্রতীকে) ভোট পেয়েছেন ১শত ৯৭ভোট।

এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী অলকেশ চাকমা (অটোরিক্সা প্রতীকে) ১হাজার ৬৮ ভোট, দীপুলাক্ষ চাকমা (আনারস প্রতীকে) ২ হাজার ৯ শত ৪৯ ভোট, নিউটন চাকমা (ঘোড়া প্রতীকে) ১ হাজার ৫২ ভোট এবং বর্তমান চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা ঢোল প্রতীকে ১ হাজার ৩শত ৬৯ ভোট পেয়েছেন।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম জানান, বাবুছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু শান্তি শৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবকটি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিলো প্রশাসনের পক্ষ থেকে।

এ বিভাগের আরোও..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরোও..
error: Content is protected !!