খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগ নেতা ও বঙ্গবন্ধু সৈনিকলীগের যুগ্ন সম্পাদক মো:জামাল খাঁন (৩৫)। আহত জামালকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত জামাল খাঁন জানান, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের জাহেদুল আলম গ্রুপের ৫/৬ জন সকাল ১১টায় জেলা আইনজীবি অফিসের সামনে অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়।
তবে এ হামলা বিষয়ে জাহেদুল আলম অস্বীকার বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ কোন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটালেই তার দায় ভার আমার উপর ফেলা হয়। এ ধরনের কোন হামলার বিষয় আমার জানা নেই।
এ দিকে খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দীন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান, জেলা আওয়ামীলীগ সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে দেখতে হাসপাতালে যান। অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দীন সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।