স্টাফ রিপোর্টার: দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ১০টায় সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘রাজধানীর শ্যামলী থেকে মেয়রকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে শাহজাদপুর নিয়ে আসা হচ্ছে। আগামীকাল শাহজাদপুর চৌকি আদালতে তাঁকে হাজির করা হবে।’
মেয়র হালিমুল হক মীরু ও তাঁর দুই ভাইসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি গত শুক্রবার রাতে দায়ের করেন নিহত সাংবাদিকের স্ত্রী কামরুন নাহার। মেয়রের দুই ভাইকে আগেই গ্রেপ্তার করা হয়। এর আরো ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। মেয়রকে নিয়ে এ মামলায় মোট নয়জনকে গ্রেপ্তার করল পুলিশ।
গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, মেয়রের শটগান থেকেই গুলিটি করা হয়েছে। এ সময় আরো ১০ জন আহত হয়।
গুরুতর আহত সাংবাদিক শিমুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তী সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পরের দিন শুক্রবার দুপুরে বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় এলাকায় সাংবাদিক শিমুল মারা যান।