স্টাফ রিপোর্টার: কুমিল্লায় মাদকসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে র্যাব সদস্যরা। আজ শনিবার দুপুরে জেলার বুড়িচং থানাধীন ইছাপুর গ্রাম হতে র্যাব-১১ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। র্যাব সুত্র সূত্রে জানা যায় যে, ভরসা বাজার থেকে ইছাপুর অভিমুখী ইটের সলিং রাস্তার উপর জনৈক মৃত আব্দুর রাজ্জাক এর বাড়ীর সামনে মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য মাদকসহ জড়ো হয়েছে।
এই তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যগণ অভিযান পরিচালনা করে ২টি পাটের বস্তায় রতি ১৮ কেজি গাঁজাসহ বুড়িচং উপজেলার রাজাপুর বড় বাড়ীর আব্দুর রশিদ মিয়ার ছেলে খোকন মিয়া(৩২), পাল্টি রাজাপুর আনু সিকদার বাড়ীর ডালিম মিয়া (২৫), ও পাল্টি রাজাপুর মিয়া বাড়ীর ছিদ্দিকুর রহমানের ছেলে মিজানুর রহমান(৪১ দের আটক করতে সক্ষম হয়। আটক ১৮ কেজি গাঁজার আনুমানিক মুল্য ১ লাখ ৮হাজার টাকা। এ ব্যাপারে উক্ত ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।