সূত্র জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে সিনেমাটির শুটিং শুরু হবে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়েছে।
জানা গেছে, এল হাসান পরিচালিত নতুন ওই সিনেমায় নবাগত নায়ক রোশানের সঙ্গে জুটি গড়ছেন পরী। এর আগে যৌথ প্রযোজনার ‘রক্ত’ সিনেমায় প্রথম এ জুটিকে অভিনয় করতে দেখা গেছে।
গত বছর পরী-রোশান অভিনীত ‘রক্ত’ সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে। সেই সিনেমায় অভিনয়ের সুবাদে নির্মাতা এল হাসানের নজর কাড়েন পরী-রোশান। এবার এই জুটিকে নিয়ে কলকাতায় সিনেমা বানাতে চান এল হাসান।
সিনেমাটিতে রোশানের মায়ের চরিত্রে অভিনয় করতে পারেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী। এছাড়া ভারত-বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন অভিনেতা থাকবেন সিনেমাটিতে।