আল মামুন, অপরাধ সংবাদ: শহীদ লে: মুশফিক উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক মোঃ হাকিম উদ্দীন শেখ বিএসসি, বিএড। পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশের প্রধান অতিথি ছিলেন মেজর রকিবুল হাসান।
সকাল ১০ টার দিকে অনুষ্ঠান শুরু হয় কুরআন তেলাওয়াতের মাধ্যমে, মোঃ সাইফুল ইসলাম কুরআন পাঠ করেন, গীতা পাঠ করেন উর্মী দাশ ও ত্রিপিটক পাঠ করেন অংসাজাই মারমা। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক মোঃ আমির হোসেন, শিক্ষার্থীর বক্তব্য রাখেন মোঃ আনিকুজ্জামান, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবুল কাশেম ও আলী আকবর আজাদ।
প্রধান অতিথির সাথে মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি প্রতিযোগিতা মূলক কর্মকান্ডে অংশ নেওয়ার আহব্বান ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং পরে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমির হোসেন।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ হাকিম উদ্দীন শেখ সমাবেশের সমাপ্তি সূচক বক্তব্য রেখে সভা শেষ করেন।