নিজেস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার গুইমারা আসছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বিএম মশিউর রহমান।
নিবার্চন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বেলা ১১টার দিকে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয়ে উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন সংশ্লিষ্ট স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করবেন।
উল্লেখ যে, ২০১৫ সালের ২রা জুন সচিবালয়ে সরকারের প্রশাসনিক পুনঃবিন্যাস সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) মাটিরাঙ্গা উপজেলার গুইমারা ইউনিয়নকে উপজেলায় রূপান্তর করার ঘোষণা দেওয়া হয়।
রামগড় উপজেলার হাফছড়ি, মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার গুইমারা ইউনিয়ন নিয়ে নবসৃষ্ট গুইমারা উপজেলা গঠিত হয়। ২০১৬ সালের ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কার্যক্রম শুরু হয় গুইমারা উপজেলা পরিষদের। এ উপজেলায় ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৯২ জন। আগামী ৬মার্চ অনুষ্ঠিত হবে গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচন।