নিজেস্ব প্রতিবেদক: দীঘিনালার দশবল রাজ বিহারের শতবর্ষ পূর্তি এবং পার্বত্য চট্টল অনাথ আশ্রমের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তিন দিনের বর্ণাঢ্য কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা সদরের এমএন লারমা স্কোয়ার থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী সহ¯্রাধিক নারী-পুরুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়।
সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং মাইনী ভিক্ষু সংঘের সংঘনায়ক ভদন্ত ধর্মবংশ মহাথেরো’র নেতৃত্বে শোভাযাত্রাটি কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিহার অঙ্গনে শেষ হয়। বিহার অঙ্গনে বুদ্ধ গয়া থেকে এনে রোপিত ৫০ বছর বয়েসী বোধি বৃক্ষের পূজা শেষে দেশের খ্যাতিমান বৌদ্ধ ধর্মীয় গুরু ড. জ্ঞানশ্রী ভিক্ষু তিন দিন ব্যাপি বুদ্ধ মেলা ও বূহ্যচক্রের উদ্বোধন করেন।
এসময় দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা, উপজেলা নির্বাহী অফিসার শেখ শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, দীঘিনালার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এবং প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।