
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার উপজেলার ২ নম্বর দীঘিনালা ইউনিয়নের উদাল বাগানের খামার পাড়া এলাকায় একটি গাছ বোঝাই ট্রাক্টরে পাহাড় থেকে নামার সময় একটি গাছের টুকরো ট্রাক্টরের চালকের পাশে বসা আবুল হোসেন’র উপর পড়ে যায়। এতে আবুল হোসেন ছিটকে ট্রাক্টরের নিচে পড়ে যায়। ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘটনাস্থল থেকে দীঘিনালা থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।