আল-মামুন,নিজেস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দু’গ্রুপ। সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নানা আয়োজনের কর্মসূচী পালন শুরু করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম সমর্থিত অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
এদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী বের করে। এতে অংশ নেয় খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা,টাক্সফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা,পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী,জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান, মেয়র রফিকুল আলমসহ সকল প্রশাসনিক নেতৃবৃন্দ এতে অংশ নেয়।
পরে এক বর্ণাঢ্য শোক র্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্য্য ও শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান নেতৃবৃন্দরা। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি টাক্সফোর্স চেয়ারম্যান,যতীন্দ্র লাল ত্রিপুরা,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহেদুল আলম,সহ-সভাপতি সমির দত্ত,খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সফি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ গ্রহণ করে।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা করে। এ সময় বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময় আজকের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই বাঙ্গালী জাতী আজীবণ আত্মত্যাগী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত করে নেতৃবৃন্দরা।
অপর দিকে জেলা প্রশাসক আয়োজিত অনুষ্ঠান শেষে, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বিভক্ত সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা সমর্থিত গ্রুপ শহরের কদমতলীস্থ অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যালী বের করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্য্য ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ এতে অংশ নেয়। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসক, পৌর প্রশাসনসহ সকল প্রশাসন পৃথক পৃথক ভাবে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।