নিজেস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গরমছড়ির মইশাগুরা এলাকায় সাবেক চেয়ারম্যান এমদাদ চৌধুরীর বাড়ীর পরিত্যাক্ত ঘরে যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশী তৈয়ারী এল.জি এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানা গেছে।
জানা যায়, লক্ষীছড়ি জোনের নয়াবাজার সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মুজিবুর আলম ও মানিকছড়ি থানার এস.আই মো: হেলাল উদ্দিন’র নেতৃত্বে ৩০মার্চ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মানিকছড়ি উপজেলার গরমছড়ির মইশাগুরা দুর্গম এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেন। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নাই। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।