নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলার লংগদুতে বেপোরোয়া গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। নিহত চালকের নাম রুপেন চাকমা(১৮)। সে করল্যাছড়ি গ্রামের কামিনী সুন্দর চাকমার ছেলে।
স্থাসীয় সূত্রে যায়, রুপেন চাকমা শুক্রবার সকাল ৮টার সময় যাত্রী নিয়ে পার্শ্ববর্তী ইয়ারিংছড়িতে ভাড়া নিয়ে যায়। ইয়ারিংছড়ি থেকে আসার সময় দাঙ্গাবাজারের উত্তর পাশে বিপরীত দিক থেকে যাওয়া ট্রলির সাথে ধাক্কা খেয়ে গুরুত্ব আহত হয়। পরে তার নাক ও কান দিয়ে রক্ত রক্তক্ষরণের কারণে রুপেন মৃত্যুর কোলে ঢলে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার পর পর লঙ্গদু থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।
ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ভাষ্য অনুযায়ী রুপেন চাকমা আরেকটি মোটর সাইকেলের সাথে পাল্লা দিয়ে আসছিল। সামনের মোটর সাইকেল ট্রলি দেখে দাঁড়িয়ে গেলেও রুপেন তার গতি নিয়ন্ত্রণ করতে না পারায় দাঁড়িয়ে থাকা ট্রলির সাথে সজোরে ধাক্কা খায়। এতে সে প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যু হয়।নিহত রুপেন চাকমা মাত্র ৩ মাস পূর্বে বিবাহ করে বলে জানা গেছে।