নিজেস্ব প্রতিবেদক-মানিকছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মুহামনি এলাকা থেকে ৫’শ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সাড়ে ৯টার সময় মুহামনির বাস স্টেশনে মানিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ রশিদ (৩৫)কে আটক করে।
এএসআই মো.কামাল মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে। আটক রশিদ’র বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াকং গ্রামে। তার পিতার নাম মীর আহম্মেদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ আবদুর রকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯ টায় মুহামনি এলাকায় অভিযান চালিয়ে ৫’শ পিস ইয়াবাসহ উক্ত যুবককে আটক করা আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।