নিজেস্ব প্রতিবেদক:: বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাঙ্গামাটির বরকল জোনের লিংকন হোসেন (২৪) নামের এক বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার সিপাহী আইডি নাম্বার হচ্ছে ৯২১৫। ৯ এপ্রিল রোববার সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার গ্রামে বাড়ি কুষ্টিয়া জেলার গোপিনাথপুর গ্রামে।
বরকল থানার অফিসার্স ইনচার্জ মফজল আহম্মেদ জানান, বিজিবি’র এই সদস্যর শনিবার রাতে রাতে ডিউটিতে থাকার কথা ছিলো। কিন্তু সকালে তাকে দেখতে না পেয়ে তার সহকর্মীরা অনেক খোঁজাখুজির পর ক্যাম্পের পাশে গামছা দিয়ে গাছে ঝুলানো তার মরদেহ খুঁজে পায়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে তার সহকর্মীরা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে বরকল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং লাশের ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।