
শনিবার গভীর রাতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ অন্যান অবৈধ মালামাল উদ্ধার করে।পলাশপুর জোন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজাতীয় স্বশস্ত্র সন্ত্রাসীরা চাঁদাবাজির জন্য বেদান্তপাড়ায় সংঘবদ্ধ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার পলাশপুর জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খালিদ আহমেদ’র নেতৃত্বে বিজিবির একটি সি-টাইফ টহলদল একটি পরিত্যাক্ত ঘর থেকে এলজিসহ এসব উদ্ধার করে।
জানা গেছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যায়। তাদেরকে অনুসরণ করা হলেও দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।উদ্ধারকৃত এলজি, ভারতীয় রুপি ও চাঁদা আদায়ের রশিদ মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন মাটিরাঙ্গার পলাশপুর জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খালিদ আহমেদ।