নিজেস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির পানছড়িতে পাঠাভ্যাস কর্মসূচির মূল্যায়ন পরীক্ষায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।২৩ এপ্রিল বিশ্ব বই দিবস উপলক্ষে সেকায়েপ অন্তর্ভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় গ্রহণ করে নানা আয়োজন।
বিকাল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন।
বিদ্যালয় শিক্ষক সুলতান মাহামুদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান অলি আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনুপ দত্ত তালুকদার।