নিজেস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছে মোঃ আবুল হাশেম। গত ২০ এপ্রিল তিনি দায়িত্বভার বুঝে নিয়ে রবিবার বিকেলে প্রথম পানছড়ি অফিসে কাজে যোগ দেন। ১৯৮৩ সালে পানছড়ি উপজেলা হিসেবে স্বীকৃতির পর তিনি ২৫তম নির্বাহী কর্মকর্তা।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পূর্বে তিনি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ছিলেন।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার এই কৃতি সন্তান সবার সহযোগিতা নিয়ে নিজের দক্ষতা সাথে নতুনভাবে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করছেন উপজেলার সর্বস্তরের মানুষ।