নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে জলবায়ু তহবিল ও প্রকল্পের স্বচ্ছতা এবং জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) সহ সমমনা কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
রোববার বেলা ১০টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্ত্বরে বিভিন্ন দাবি দাওয়া ও অবস্থানপত্র নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়।
টিআইবি-সনাকের খাগড়াছড়ি সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানের সঞ্চালনা করেন টিআইবির এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আকন্দ।