নিজেস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির রামগড় পৌরসভার বৈদ্যটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে একজনকে অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মো. রুবেল নামে এক ব্যক্তিকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে আটক করে ৫০ হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়।
অপরাধীর বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ পাহাড় কাটার অভিযোগ রয়েছে।রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট মো. আল-মামুন মিয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় রামগড় থানা অফিসার ইনচার্জ মো. শরিফ উদ্দিন সাথে ছিলেন।
আদালত পরিচালনাকারী ইউএনও জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী শান্তি কার্যকর করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ ছিলো অপরাধী পাহাড় কেটে ট্রাকট্রর যোগে মাটি পাচার করে আসছিলে। উপজেলার যেখানে এমন অভিযোগ পাওয়া যাবে সেখানে ব্যবস্থা নেয়া হবে।