নিজস্ব প্রতিবেদক:: শহীদ জিয়া এ দেশের রূপকার। জিয়াউর রহমানের জম্ম না হলে বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্র ,স্বাধীন এ বাংলাদেশ নামের একটি মানচিত্রের দৃষ্টি হতো না বলে উল্লেখ করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ নেতারা।
সম্প্রতি ঢাকার উত্তরার একটি রেস্টুরেন্টে শহীদ জিয়া স্মৃতি সংসদের ঈদ পূর্ণ মিলণী সভায় নেতৃবৃন্দরা এ সব কথা বলেন। সংগঠনের যুগ্ম সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে সভায় সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতা এএইচএম সিরাজুল হক,ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম দীপু,দপ্তর সম্পাদক মাঈদুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন,রুবেল হোসেন প্রমূখ এতে উপস্থিত ছিলেন।
এদিকে শহীদ জিয়া স্মৃতি সংসদের খিলক্ষেত থানা কমিটি,ঢাকা মহানগর উত্তর গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মোশাররফ হোসেন,সাধারণ সম্পাদক মো: রাসেল মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো: কপিল উদ্দিন নির্বাচিত হয়েছে।