আল-মামুন: খাগড়াছড়িতে চ্যাটেলাইট টেলিভিশন নিউজ টুয়েন্টিফোরের ১ম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় খাগড়াছড়ি পলিটেকনিক আইডিয়াল ইন্সটিটিউট মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়।
আলোকিত বাংলাদেশের খাগড়াছড়ি প্রতিনিধি নুরুচ্ছাফা মানিকের সঞ্চালনায় নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মো: জহুরুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিআইবি সনাকের সভাপতি প্রফেসর ড.সুধীন কুমার চাকমা।
এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া,সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, সাংবাদিক কপিল মাহমুদ,রূপায়ন তালুকদার,অপু দত্ত,আল-মামুন,কলেজ শিক্ষক চন্দ্রিমা ঘোষ, কামরুল হাসান, সাংবাদিক অপু দত্ত,সাংবাকি কফিল মাহমুদ,সাংবাদিক আল মামুন,সাংবাদিক রূপায়ন, জয়েশ্বর ত্রিপুরাসহ শিক্ষার্থী,সুধীজন ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়।