নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গার আলুটিলা এলাকায় থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্য আটক মাটিরাঙ্গা থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো‘র নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল আলুটিলা পর্যটন এলাকার একটি দোকান থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, আলুটিলা পর্যটন এলাকার রুদ্র মানিক ত্রিপুরা (বাপ্পি) (১৮), ফনী বিকাশ ত্রিপুরা (২০) আকাশ মারমা (১৮), রিংকু ত্রিপুরা (১৮)। তাদের সকলের বাড়ী খাগড়াছড়ির আলুটিলা পর্যটন ও পুর্ণবাসন এলাকায়। সম্প্রতি মাটিরাঙ্গার আলুটিলা এলাকায় চাঁদাবাজির শিকার এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের সনাক্ত মতে তাদেরকে একটি দোকান থেকে আটক করে। এসময় তাদেরকে তল্লাশী করে পুলিশ তাদের কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাদাত হোসেন টিটো জানান, সম্প্রতি চাঁদাবাজি,ছিনতাইসহ একাদিক ঘটনার সাথে জড়িত থাকায় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রসঙ্গত,আটককৃতরা দীর্ঘদিন ধরে আলুটিলা,সাপমারা ও ব্যাঙমারায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি,ভাঙচুর ও ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও নিশ্চিত করেছে মাটিরাঙ্গা থানার ওসি।