আল-মামুন,খাগড়াছড়ি:: রবিবার খাগড়াছড়িতে আওয়ামীলীগের পাল্টা-পাল্টি কর্মসুচী ঘোষনা করা হয়েছে। খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমসহ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল আলম ফিরোজসহ ১২ নেতাকর্মীরা বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে আগামী রবিবার বিক্ষোভ মিঠিল ও মানববন্ধনের ঘোষনা করে জাহেদুল আলম সমর্থিত গ্রুপটি।
অন্যদিকে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারিরা সংবাদ সম্মেলন থেকে রবিবার সকালে বিক্ষোভ মিঠিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়ার সিধাদ্ধের কথা ঘোষনা করা হয়। শুক্রবার বিকাল ৩টায় খাগড়াছড়ির সুরুজ মিয়ার উপর হামলার ঘটনায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজসহ ১২ জনের নাম উল্লেখ করে আরো ৯/১০ জনকে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিঠিল ও সমাবেশ করেছে জাহেদুল আলম সমর্থিতরা।
বিক্ষোভ মিছিলটি নারকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাঠোয়ারীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা শ্রমিকলীগের আহবায়ক নুর নবী, কৃষকলীগ নেতা দিদারুল আলম,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ,সাংগঠনিক সম্পাদক হৃদয় মারমা,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের প্রমূখ।
বিক্ষোভ মিঠিলে দায়েরকৃত মামলাকে ষড়যন্ত্রমুলক দাবী করে তা প্রত্যাহারে নানা স্লোগানসহ এ ঘটনার পর গঞ্জপাড়াবাসীদের হুমকি ধমকি দেওয়ার অভিযোগ এনে দোষিদের শাস্তি দাবী করা হয়। পরে সমাবেশে এ ঘটনার জন্য ষড়যন্ত্রকারীদের দায়ী করে মিথ্যা মামলা আগামী রবিবারের মধ্যে প্রত্যাহার না করলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচী ঘোষনা করা হয়। সেই সাথে আগামীতে ষড়যন্ত্রকারীদের যে কোন কর্মসূচী প্রতিহত করা হবে বলে হুশিয়ারী জানানো হয়।
উল্লেখ যে, গত ১ লা আগষ্ট শোক র্যালী থেকে ফেরার পথে এমপি সমর্থিত গ্রুপের জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়াকে এলোপাথারি কুপিয়ে গুরুত্বর আহত করা হয়। এ ঘটায় খাগড়াছড়ি সদর থানার ৩ আগষ্ট ২০১৭ইং বিকেলে জানু সিকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা নং ১। মামলায় দাবিকৃত চাঁদার এক লাখ টাকা না দেওয়ায় আহত ব্যাক্তিকে হামলার অভিযোগ আনা হয় বলে জানা যায়।
প্রসঙ্গত: গত পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ দ্বিধা-বিভক্ত হয়ে পড়ে। সে থেকে দুই গ্রুপের বিভক্ত হয়ে গত দুই বছর ধরে হামলা-পাল্টা হামলা ও মামলার ঘটনা ঘটে চলেছে।