নুরুল আলম:: সম্প্রতি পৌর শহরের বিভিন্ন স্থানে খাগড়াছড়ি ২৯৮ নং আসনের বাসিন্দাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীকে নিয়ে ভিন্ন রকম প্রচারণা দেখা গেছে। এতে নতুন প্রশ্ন আর নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে খাগড়াছড়ির জেলা আওয়ামীলীগের রাজনীতির মেরুকরণ নিয়ে।
তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি পর এবার কি সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে যাচ্ছেন কিনা এমন প্রশ্ন এখন জেলাবাসীর মনে। কংজরী চৌধুরীর ছবি ও শুভেচ্ছা সংবলিত ফেস্টুন দেখা যাচ্ছে পৌর শহরের বিভিন্ন স্থানে।
শনিবারের ভোরের আলো ফোটার পর পর এমন ফেস্টুন দেখে জেলাবাসীর মনে আগামী সংসদ নির্বাচন নিয়ে প্রশ্নের দানা বেদেছে নতুন করে। খাগড়াছড়িতে আওয়ামীলীগের রাজনীতিতে নতুন মেরুকরণের সৃষ্টি হতে যাচ্ছে বলে ধারণা করছে স্থানীয়রা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী হওয়ার পর থেকে আর্থিক অনুদান,স্কুল,কলেজ,মাদ্রাসা নির্মান, বিভিন্ন উন্নয়ন মূলক কাজে ভূমিকা পালন কি নতুন স্বপ্নে আগাম আভাস বা নতুন স্বপ্ন নিয়েও প্রশ্নের শেষ নেয় জন-মানুষের মনে।
বর্তমানে তিনি উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে জেলাবাসীর মনে স্থান করে নিয়েছে বলেও মন্তব্য রাজনৈতিক একাদিক নেতাকর্মীর। তাই আগামী সংসদ নির্বাচনে প্রার্থীতা নিয়ে জনগনের মাঝে আশার আলো জাগেছে তাকে নিয়ে।
সম্প্রতি খাগড়াছড়ি শহরের শাপলা চত্ত¡র, আদালত সড়ক,কলেজ সড়ক, চেঙ্গী স্কোয়ার মোড় ঘুরে দেখা যায়,ভাঙ্গাব্রীজ সড়কে খাগড়াছড়ি সর্বস্তরের জনসাধারণের ব্যানারে ২৯৮ নং আসনের বাসিন্দাদের ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে কংজরী চৌধুরীর পক্ষে ফেস্টুন লাগানো হয়েছে।
এসব ফেস্টুনে প্রচারণায় খাগড়াছড়ির সর্বস্তরের জনসাধারনের নাম উল্লেখ করে কংজরী চৌধুরীর সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊসেশিং এমপি’র ছবি শোভা পাচ্ছে।
জনশ্রæতি আছে, আগামী সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে কংজরী চৌধুরীর নাম শুনা যাচ্ছে অনেক আগ থেকেই। তিনি বিভিন্ন সভা সমাবেশ ও উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে আগামী নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকে ভোট চেয়ে আওয়ামীলীগকে আবারো জয় যুক্ত করতে আহবান যানাতে দেখা গেছে। তবে মনোনয়নের বিষয়টি এখনো অস্পর্ট রয়ে গেলেও নানা জল্পনা-কল্পনার রেশ কাটতে সময় লাগবে মনোনয়ন পাওয়া পর্যন্ত।
তবে বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় মনোনয়ন যুদ্ধে অনেকেই মাঠে আছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরাও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের পর সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে জয়যুক্ত হওয়ায় সকলের প্রত্যাশা আর প্রশ্নের তীর এখন কংজরী চৌধুরীর দিয়েও। একই পথেই কি হাটছেন কংজরী চৌধুরী নিজেও?