নিজস্ব প্রতিবেদক:: নৌকার মাঝি কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি ২৯৮ নং নির্বাচনে এবার কি হতে যাচ্ছে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ক্লিন ইমেজের স্বচ্ছ মানুষিকতার বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার বিকল্প নেই বলে মনে করেন স্থানীয় রাজনীতি নেতৃবৃন্দরা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমানে তিনি উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে জেলাবাসীর মনে স্থান করে নিয়েছে বলেও মন্তব্য রাজনৈতিক একাদিক নেতাকর্মীর। তাই আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীতা নিয়ে জনগনের মাঝে স্বপ্ন দেখছেন বলে জানান দলের নেতাকর্মীরা। কতটুকু বাস্তবায়ন হবে মনোনয়ন পেলে যানাযাবে।
কুজেন্দ্র লাল ত্রিপুরা খাগড়াছড়ি ২৯৮নং আসনে সংসদ সদস্য হওয়ার পর থেকে আর্থিক অনুদান,স্কুল,কলেজ,মাদ্রাসা নির্মান, বিভিন্ন উন্নয়ন মূলক কাজে ভূমিকা পালন করে আসছে। তিনি বিভিন্ন সভা সমাবেশ ও উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে আগামী নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকে ভোট চেয়ে আওয়ামীলীগকে আবারো জয় যুক্ত করতে আহবান যানাচ্ছেন।