

ডেস্ক রিপোর্ট : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বুধবার থেকে সারাদেশের প্রতিটি উপজেলায় খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রির কার্যক্রম চালু হবে। তাই খাদ্যবান্ধব কর্মসূচি (১০ টাকা কেজি দরে বিক্রি) সাময়িকভাবে স্থগিত থাকবে।’ গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন। সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মিল মালিকদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই চালের বাজারে শৃঙ্খলা ফিরাতে কাজ করবে সরকার। সেই সাথে চালের দাম কমাতে চাল সংরণ ও পরিবহনে প্লাস্টিকের বস্তা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও : ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও উপস্থিত ছিলেন। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০’ অনুযায়ী ধান-চাল পরিবহন ও সংরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক। জানা গেছে, বৈঠকে মিল মালিক ও ব্যবসায়ীরা জানান, চাল সংরণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহারের কারণে চালের দাম বেড়ে যাচ্ছে। কিন্তু প্লাস্টিকের বস্তা অনেক সাশ্রয়ী। প্লাস্টিকের বস্তা ব্যবহার করলে চালের দাম কমবে। ব্যবসায়ীদের এমন দাবির প্রেেিত বাণিজ্যমন্ত্রী বলেন, প্লাস্টিকের বস্তাসহ ব্যবসায়ীরা যে যেভাবে খুশি চাল পরিবহন করতে পারবেন।