নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা সদরে ১৬ পিস ইয়াবাসহ নাঈম উদ্দিন বাবু নামে এক যুবককে আটক করেছে মাটিরাঙ্গাা সেনা জোন। সে মাটিরাঙার মংতু চৌধুরীপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে। শনিবার রাতে চৌধুরীঘাট এলাকা থেকে তাকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো: জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের সদস্যরা ১৬ পিস ইয়াবাসহ নাঈম উদ্দিন বাবুকে আটক করে। পরে তাকে ইয়াবা সেবন ও বহন করার অপরাধে আটককৃত বাবুকে থানায় সোর্পদ করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হবে।