নুরুল আলম:: প্রধান বিচারপতি এস কে সিনহাকে জোরপূর্বক ছুটিতে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ির বিএনপিপন্থী আইনজীবীরা। রবিবার সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট আব্দুল মালেক মিন্টু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রিপল চাকমা ও সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম, মঞ্জুর মোর্শেদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান বিচারপতি এস কে সিনহার স্বাক্ষর জাল করে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে। কারণ অবৈধ সরকার এখন ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। বর্তমান রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারক ও বিচার ব্যবস্থার স্বাধীনতার উপরও হস্থক্ষেপের নিন্দা জানিয়ে অবিলম্বে এস কে সিনহাকে প্রধান বিচারপতির আসনে বহাল করার অনুরোধ জানান।