নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,আনন্দ র্যালী,আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়িতে জাতীয় শ্রমিকলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে নারকেলবাগাস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃত্তিতে পুষ্পমাল্য অর্পন শেষে আলোচনা সভা করে সংগঠনটি।
খাগড়াছড়ি জেলা শ্রমিকলীগের আহবায়ক নুর নবীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এসএম সফি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার,শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাঠোয়ারী,শ্রমিক লীগের সদস্য সচিব শাহাব উদ্দিন সরকার,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জহির উদ্দিন ফিরোজ,সহ-সভাপতি মাঈনুল ইসলাম প্রমূখ।
বক্তরা, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে শ্রমিকলীগের অবদানের কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে আবারো নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে। দেশের মানুষ এখন বুজতে পেরেছে কোন দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা এদেশের মঙ্গল বয়ে আনতে পারে না। তাই আগামীতেও নৌকার বিজয় সুনিশ্চিত বলে উল্লেখ করেন উপস্থিত নেতৃবৃন্দরা। এসময় সকল কর্মকান্ডে শ্রমিকলীগকে আওয়ামীলীগের উন্নয়েনর পথে গুরুতপুর্ণ অংশীদার বলে উল্লেখ করেন।