আল-মামুন,খাগড়াছড়ি:: জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে দলটির ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি পার্বত্য জেলা খাগড়াছড়িতে। হরতালের সমর্থনে কোথাও কোন মিছিল ও পিকেটিং না থাকায় জেলার জনজীবন ও দুরপাল্লার যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।
আজ বৃহস্পতিবার জেলা শহরে সাপ্তাহিক হাটবার দিন হওয়ার দোকানপাটসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। জনসাধারণের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। এছাড়া জেলার আভ্যন্তরীণ সড়কে এবং দূর পাল্লার যান চলাচল স্বাভাবিক ছিল। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও হরতালের কোন প্রভাব নেই।
খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম সফি বলেন, জামায়াতের হরতালের কোন প্রভাব ছিল না খাগড়াছড়িতে। দুরপাল্লার যানবাহন চলাচলসহ সড়কে গাড়ি চলাচল ছিল প্রতিদিনের মত।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দীন জানান, জেলার কোথাও হরতালের সমর্থনে কোন ধরনের পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। হরতালকে কেন্দ্র করে নাশকতা করার সম্ভাবনা থাকায় শহরের কয়েকটি গুরুত্বপূর্ণস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ হরতালে কোন প্রভাব ছিল না খাগড়াছড়িতে।