আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি জেলা সদরের মাইনী ভ্যালী এলাকা থেকে গোপনের সংবাদের ভিত্তিতে ৮শ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হচ্ছে, সদরের পশ্চিম নারায়ণখাইয়ার নগেন্দ্র লাল চাকমার ছেলে অশোক মিত্র চাকমা ওরফে রাঙ্গা (৪০), গঞ্জপাড়ার সন্তোষ চাকমার ছেলে সমরজিৎ চাকমা(২১) ও রাঙামাটির রিজার্ভ বাজার এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে সুমন (২৩)।
শুক্রবার সন্ধ্যায় ৭টায় গোপনের সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ এই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জানা যায়, র্দীঘদিন ধরে তারা খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান মাদক দ্রব্য ব্যবসা করে আসছে।
শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় ৮শ পিস ইয়াবাসহ রাঙা ও তার দুই সহযোগীকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।