আল-মামুন,খাগড়াছড়ি:: ক্রীড়াঙ্গন হলো মন ও শরীর ভালো রাখার উত্তম স্থান। নিয়মিত খেলাদুলা শরীর মন দুটোই ভাল রাখে। পাশাপাশি যুব সমাজকে বিপথে যাওয়া থেকে বিরত রাখে। তাই যুব সমাজকে মাদক থেকে বিরত থেকে লেখা-পড়ার পাশাপাশি খেলাদুলার প্রতি মনোযোগি হওয়ার আহবান জানান খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার।
শুক্রবার খাগড়াছড়ি পৌর শহরের নয়নপুর রংধনু ক্লাবের আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নয়নপুর মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুনামেন্টে বিভিন্ন ক্লাব অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ও এলাকার যুব সমাজের নেতৃবৃন্দসহ অংশ নেয়। খেলাদুলার জন্য প্রধান অতিথি সকলের আন্তরিক ভুমিকা পালন ও সকলকে উৎসাহিত করার উপর গুরুত্বরোপ করেন।