আল-মামুন,খাগড়াছড়ি:: ৩০ অক্টোবরের চেতনায় জ্বলে উঠুন এ প্রতিবাদ্যকে ধারণ করে নিয়োগ-গ্রেপ্তার-প্রমোশন বাণিজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ হোন এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা। খাগড়াছড়ির জেলা শহরের স্বনির্ভর এলাকায় উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত চলে এই আলোচনা সভা।
পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় এতে সভাপতিত্বে করেন খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক উজ্জ্বল স্মৃতি চাকমা।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা,গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা,পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি বিপুল চাকমা,হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদিকা রেশমী মারমা প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে খাগড়াছড়ি জেলা পরিষদ লুটপাটের আখড়ায় পরিনত হয়েছে। কোটি কোটি লোপাট, প্রমোশন বাণিজ্যসহ অনিয়মের আশ্রয়স্থলে গড়ে তুললেও দেখার কেউ নেই। তাই সকলকে অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহবান জানান। সেই সাথে প্রশাসনের আন্দোলন বানচাল করতে গ্রেপ্তারসহ বাণিজ্যমূখী কর্মকান্ডের নিন্দা জানিয়ে আন্দোলন করতে গিয়ে নিহতদের স্মরণ করেন।
প্রসঙ্গত: ১৯৯৩ সালে ৩০ অক্টোবর পিসিপি ধরপাকড়-দমন পিড়ন বন্দীদের মুক্তির দাবিতে ধর্মঘটের ডাক দেয়। সে সময় উপজেলা মাঠে থেকে মিছিল করতে চাইলে প্রশাসনের মারধরসহ নির্যাতন ও কারা বরনের করে পরে বর্তমান রেড স্কোয়ারে ১০ পিসিপি নেতাকর্মীকে আন্দোলনের মুখে প্রশাসন মুক্তি দিতে বাধ্য হয়। সে দিনের পর এ জায়গার নাম রেড স্কোয়ার নাম করণ করাসহ দিনটি স্মরণ করে বলে জানান সংগঠনটি।