আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদের ২৬তম প্রতিষ্ঠা পালন করেছে বিভক্ত দুগ্রুপ। বুধবার সকাল ১১টায় শহরের টাউন হল থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আলোচনা সভা করে আব্দুল মজিদ সমর্থিতরা।
একই সময় খাগড়াছড়ি সরকারী কলেজে কেক কাটা ও আলোচনা সভা করে ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে মাঈন উদ্দিন গ্রুপ। আলোচনা সভায় দু’গ্রুপ বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাসহ অধিকার আদায় নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরে সকলকে সোচ্ছার হয়ে নিজেদের আদায়ে এক হয়ে কাজ করার আহবান জানান।
খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার সভাপতি মৃদল বড়ুয়ার সভাপতিত্বে মাঈন উদ্দিন সমর্থিত গ্রুপের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পিবিসিপির খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এস.এম মাসুম রানা। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, দীঘিনালা শাখার সভাপতি আল-আমিন,পানছড়ি উপজেলা সভাপতি সাইফুল,খাগড়াছড়ি টেকনিক্যাল কলেজ শাখার সভাপতি ইব্রাহীম খলিল প্রমূখ।
আব্দুল মজিদ গ্রুপ সমর্থিত গ্রুপের আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পিবিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মজিদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মহি উদ্দিন মাহী,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আসাদ,সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন স্থানীয় জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দরা এতে বক্তব্য রাখেন।