ফোরকানুল হক সাকিব (গুইমারা প্রতিনিধি):: ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই শ্লোগানকে সামনে রেখে সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ গুইমারা উপজেলা টিম ১১তম কর্মসূচি পালন করেছে।
শুক্রবার সকাল ১০টায় হাফছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন করেছে বিডি ক্লিন গুইমারা টিম এর সদস্যরা। এতে বিডি ক্লিনের ৩০ জন সদস্য অংশ নেয়। কর্মসূচির শুরুতে শপথ বাক্য পাঠ করার সময় জালিয়াপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আব্দুল কাদের, জালিয়াপাড়া বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি ইউনুছ হাওলাদার আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরে বিডি ক্লিন এর সদস্যরা ৫টি গ্রুপে বিভক্ত হয়ে মাথায় ক্যাপ, মুখে মাস্ক, হাতেবেলচা,কোদাল,ঝাড়ু নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসুচি পালন করে। এসময় পথচারী ও উৎসুক জনতা বিডি ক্লিনের এমন কার্যক্রমের প্রশংসা করেন এবং সাধুবাদ জানান। বিডি ক্লিনের সদস্যরাও কাজ করার ফাঁকে ফাঁকে পথচারী ও বাজারের ব্যবসায়ীদের সচেতন হওয়ার পরামর্শ দেন।
