আল-মামুন,খাগড়াছড়ি:: মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ লাইন্সে এ সংবর্ধনা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান পিপিএম সেবা।
এতে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম,শাহনেওয়াজ, সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. মেহেদী হাসান, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া। পরে মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।