আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম কলাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ একর গাঁজা ক্ষেত ধ্বংস করেছে বাংলাদেশ সেনা বাহিনীর মহালছড়ি জোন।
রোববার সকালে মহালছড়ির বিজিতলা সাব জোন কমান্ডার মেজর আসিফ ইকবালের নেতৃত্বে পেট্রোল টিম ৪ কোটি টাকা মূল্যের প্রায় ৩ একরের এ গাঁজা ক্ষেত ধ্বংস করে। এসময় গাঁজা চাষ কারী অমল বিকাশ চাকমা ও টুলু চাকমা নামে দুই সহোদরকে আটক করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্র জানান,দুর্গম পাহাড়ি এলাকায় লোকচুক্ষুর অন্তরালে দীর্ঘদিন ধরে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ স্থানীয় গ্রাম বাসিন্দাদের দিয়ে নিষিদ্ধ গাঁজা চাষ করাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে কুলাবুনিয়া এলাকায় সেনা অভিযানে প্রায় ১৫ শ গাঁজা গাছ পুড়িয়ে দেয়।
মহালছড়ি থানার ওসি মো.জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘আটক কৃত দুই গাঁজা চাষীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।