আশরাফুল ইসলাম বেলাল, গুইমারা :: গুইমারা অনলাইন স্কুল, গুইমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ গেট ও সিড়ি এর উদ্ধোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
৯ আগষ্ট’২০২০ ইং তারিখ রবিবার সকাল ১০ঘটিকায় গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবলু হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার মেহের আফ্রুজ, গুইমারা উপজেলা শিক্ষা অফিসার হিটলারুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, ঝর্ণা চাকমা, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি কংজরী চৌধুরী বলেন, করোনা পরিস্থিতি চলাকালীন অবস্থায় অনলাইনের মাধ্যমে শিক্ষা সেবা প্রদান করা হবে। গুইমারা সহ বেশ কয়েকটি স্কুলে অললাইন স্কুল সেবা চালু করা হয়েছে। অন্যান্য স্কুল পর্যায়ক্রমে অনলাইন শিক্ষার আওতায় আনা হবে। বর্তমান পস্থিতিতে ঘর থেকে বেরোনোর সময় মাস্ক পরিহিত অবস্থায় যেন বের হয়। আজকের শিশু, আগামী দিনের অভিষ্যৎ, তাই তাদের প্রতি গুরুত্ব নেওয়া অতিব জরুরী।